সমস্ত পরিবাগুলি অন্বেষণ করুন

আবাসিক ব্যবস্থা

১.৩য় শ্রেনি থেকে ১০ম শ্রেনি পর্যন্ত আবাসিক শিক্ষার্থী ভর্তি করা হয় ।

২. 

ঘুমোনোর ব্যবস্থা

দূরবর্তী ছাত্র/ছাত্রীদের জন্য ১০০ আসন বিশিষ্ট মোট ২ টি আবাসিক হোস্টেল সুবিধা রয়েছে (১টি ছাত্র ও ১টি ছাত্রী হোস্টেল)।

পাঠদানের ব্যবস্থা

আমাদের পাঠদানের প্রণালিতে ২ ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। গতানুগতিক পাঠ্যসূচির পাশাপাশি আমরা ক্যাডেট কলেজের কারিকুলাম মেনেও শিক্ষাদান করে থাকি।

খাবারের ব্যবস্থা

সপ্তাহের সাত দিনের খাবারের জন্য রয়েছে মান সম্মত নির্দিষ্ট খাবার মেনু।

খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা

খেলাধুলা দেহ, স্বাস্থ্য ও মন গঠনে অবদান রাখে। তাই ব্যক্তিত্ব গঠনের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা একটা জাতির জন্য খুবই প্রয়োজন। যার সুব্যবস্থা আমাদের রয়েছে।

মনোরম পরিবেশ এবং ঘুমোনোর
সু - ব্যবস্থা

দূরবর্তী ছাত্র/ছাত্রীদের জন্য ১০০ আসন বিশিষ্ট মোট ২ টি আবাসিক হোস্টেল সুবিধা রয়েছে (১টি ছাত্র ও ১টি ছাত্রী হোস্টেল)।

আবাসিক ছাত্র/ছাত্রীদের নিরাপত্তার জন্য হোস্টেলগুলো সম্পূর্ণ সি সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ ও মনিটরিং করা হয়।

শুধুমাত্র রাডার সাইন্স একাডেমি এ্যান্ড স্কুল-র নিজস্ব ছাত্র/ছাত্রীদের আবাসিক সুবিধা দেওয়া হয়। বাইরের কোন ক্যাম্পাস অথবা বহিরাগতদের হোস্টেলে প্রবেশ সম্পূর্ণ নিষেধ।
radar_school_image_5
radar_schoolo_image_6

পরিষ্কার পরিছন্ন এবং মানসম্মত
খাবারের ব্যবস্থা

খাবার ব্যবস্থাপনায় আমরা গুরুত্ব দিয়ে থাকি। প্রতি মাসের খাবারে মেনু রুটিন শিক্ষার্থীরা করে থাকে। শিক্ষার্থীদের খাদ্য গ্রহন রুচির সাথে মিল রেখে আমরা খাদ্য ব্যবস্থা করে থাকি। তিনবেলা খাবারের পাশাপাশি বিকেলে নাস্তা ও মাঝে মাঝে ফল, দুধ, ডিম দিয়ে থাকি।

পাঠদানের ব্যবস্থা

ছাত্র/ছাত্রীদের পড়াশুনার তত্ত্বাবধান ও শৃঙ্খলা মনিটরিং এর জন্য প্রতিটি হোস্টেলে নিজস্ব শিক্ষকদের সমন্বয়ে রয়েছে আলাদা আলাদা হোস্টেল সুপার, একজন হোস্টেল ইনচার্জ ও হোস্টেল কো-অর্ডিনেটর।

আবাসিক ছাত্র/ছাত্রীদের পড়াশুনা, ভালো রেজাল্ট করার জন্য রয়েছে স্পেশাল কেয়ারিং ও তত্ত্বাবধান ব্যবস্থা।
IMG_20230811_133202
IMG-20230915-WA0003

খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা

আমাদের নিজস্ব কোন মাঠ নেই। কিন্তু চুক্তি ভিত্তিক দুটি মাঠে আমরা শিক্ষার্থীদের খেলাধুলা করিয়ে থাকি। আউট ডোর খেলা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল ইত্যাদি এবং ইন ডোর খেলা টেবিল টেনিস, ক্যারামবোর্ড, দাবা ইত্যাদি। প্রতিনিয়ত খেলাধুলা সম্পূর্ণ করার জন্য নির্ধারিত শিক্ষক ও কোচ আছে।