Hasanur Rahman
মোঃ হাসানুর রহমান

প্রধান নির্বাহী পরিচালক, রাডার সাইন্স একাডেমি এ্যান্ড স্কুল, শেরপুর, বগুড়া

আগামীর বিশ্বে নেতৃত্ব দিবে ICT জ্ঞানে যারা সু- শিক্ষিত। কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) নিয়ে যারা কাজ করবে তাঁরাই নেতৃত্ব দিবে বিশ্ব দরবারে। শিক্ষার উদ্দেশ্য মূল্যবোধ তৈরি। শিক্ষার উদ্দেশ্য আগামীর বিশ্বে নেতৃত্ব দিবে এমন জ্ঞান অর্জন করা। ঠিক তেমনি একটি চ্যালেঞ্জিং সময় অতিবাহিত হচ্ছে অভিভাবক হিসেবে আপনার সন্তানকে কি ধরনের শিক্ষায় শিক্ষিত করবেন।

রাডার সাইন্স একাডেমি এ্যান্ড স্কুল আগামীর বিশ্বে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের মাধ্যমিক থেকেই ICT জ্ঞানে দক্ষ করে তুলে। এবং ক্যাডেট কারিকুলামে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে শিক্ষার্থীদের মানসিক ও শারিরীক উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করছে। এখন সময়ের দাবি, সচেতন অভিভাবক হিসেবে আপনার সন্তানকে রাডার সাইন্স একাডেমি এ্যান্ড স্কুলে ভর্তি করিয়ে নিশ্চিন্তে থাকুন।

মোঃ হাসানুর রহমান — প্রধান নির্বাহী পরিচালক

রাডার সাইন্স একাডেমি
এ্যান্ড স্কুল এর বৈশিষ্ট্য

রাডার সাইন্স একাডেমি এ্যান্ড স্কুল-এ যে শিক্ষা বা জ্ঞান প্রদান করা হয় তা হবে সর্বাত্মক চরিত্রের। সেখানে পাঠ্য বইয়ের শিক্ষা ছাড়াও শারীরিক, মানসিক ও রুচির বিকাশের দিকেও লক্ষ রাখা হয়। গুরূজনের সাথে ভালো ব্যবহার শিক্ষা প্রদানের থেকে অনুপ্রাণিত করা হয়।

একজন সুস্থ এবং সঠিক ধারার মন মানুসিকতার মানুষ হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক জ্ঞান যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন শিল্প সংস্কৃতি সম্পর্কে জানা। আমাদের এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে আঞ্চলিক সংস্কৃতি এবং পরিবেশের সঙ্গে মানানসই যথাযথ ব্যবস্থা।

শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত ১ঃ২০ বা ১ঃ২৫ এর বেশি রাখা হয় না। মূলত শিক্ষক এবং শিক্ষার্থীর মেলবন্ধন এবং তাদের দ্বৈত প্রচেষ্টায় আমদের শিক্ষার্থীর মেধার বিকাশ এবং যুগোপযোগী করে তোলায় আমাদের মূল লক্ষ্য এবং বৈশিষ্ট্য।

১০

ইংরেজী ভাষায় যেনো কোনো শিক্ষার্থী এবং শিক্ষক পিছিয়ে পড়তে না পারে সে দিকে বিশেষ থেকে বিশেষতর গুরুত্ব দেওয়া হয়।

রাডার সাইন্স একাডেমি এ্যান্ড স্কুল-এ পাঠ্য বই শিক্ষা ছাড়াও খেলাধূলা ও আনুষঙ্গিক কার্যকলাপের উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা রয়েছে। যেখানে শিক্ষার্থী খেলাধূলা, আমোদপ্রমোদ ও বহিঃবিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে।

প্রযুক্তি নির্ভর বহিঃবিশ্বের সাথে প্রতিযোগিতায় শিক্ষার্থী এবং শিক্ষকগণ যেনো পিছিয়ে না পড়েন তাই আমদের রয়েছে অত্যাধুনিক আইসিটি ল্যাব, ইন্টারনেট সংযোগ ও পুরো সময়ের কম্পিউটর শিক্ষক।

প্রতিনিয়ত স্বাস্থ্যশিক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে আমাদের বিদ্যালয়ে।

১১

একটি অরাজনৈতিক এবং স্বাধীন বিদ্যালয় যেখানে শিক্ষা এবং সকল ধর্মের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক পাঠ্যক্রম পরিচালনা করা হয়।

আমরা মানুষ গড়ে তুলতে পারবো যদি সে মাটি হয়। মাটি তৈরির কারিগর তাদের অভিভাবক। সন্তানদের কিভাবে পরিচালিত করলে তাদের মেধা বিকাশিত হবে এবং বিদ্যালয় সম্পর্কে সঠিক ধারনা আমরা অভিভাবকদের আগে পারদর্শী করি। তারা আমাদের শিক্ষার্থীদের সেভাবে প্রস্তুত করতে আমাদের সহায়তা করেন।

শিক্ষার্থীদের জন্য রয়েছে আবাসিক ও অনাবাসিক উভয় ব্যবস্থা।

মানসম্মত এবং ভালো গ্রন্থাগার রয়েছে যেখান থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা বই ও পত্রপত্রিকা অধ্যয়ন করতে পারে।

আমাদের কার্যক্রম

500 +
আমাদের পরিবারে শিক্ষার্থী
5 +
দক্ষ কর্মী এবং পরিচালনা পরিষদ
2 +
চলমান কার্যক্রম
0 +
শিক্ষিকা এবং শিক্ষক
আমাদের মিশন
রাডার সাইন্স একাডেমি এ্যান্ড স্কুল আমরা আমদের প্রতিটি শিক্ষার্থী এবং শিক্ষদের মুল্যায়ন করি। তাদের শিক্ষাগত অভিজ্ঞতার বিকাশ ঘটিয়ে অনন্য মানুষ করে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা ক্যাডেট কলেজের কঠোরতা মানি যাতে করে শিক্ষার মান, শিক্ষাগ্রহণকারী এবং শিক্ষাপ্রদানকারী সকলে সুস্থ এবং বাস্তবিক ধারার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। তারা যেকোনো চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষেত্রে পিছপা হয় না।রাডার সাইন্স একাডেমি এ্যান্ড স্কুল এর প্রত্যেক শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীগণ ধর্মীয় শিক্ষার প্রতি যেমন শ্রদ্ধাবোধ রাখেন তেমনি বিদ্যালয়ের প্রতিষ্ঠালব্দ থেকে নিয়মকানুন এবং অনুশাসন যথাযথভাবে পালন করায় বদ্ধপরিকর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর প্রতি শ্রদ্ধাবোধ এবং শিক্ষা মন্ত্রনালয়ের দিকনির্দেশনা মেনে চলার লক্ষ্যে আমরা স্থির এবং অবিচল। একজন দায়িত্ববান নাগরিক গড়ে তোলাই আমাদের মূল এবং অন্তর্নিহিত লক্ষ্য।
আমাদের ভিশন
অভিভাবক, শিক্ষার্থী এবং রাডার সাইন্স একাডেমি এ্যান্ড স্কুল সম্মলিত প্রচেষ্টায় আমরা বিশ্বাস করে সেবা এবং অংশগ্রহণের মাধ্যমে একটি সমৃদ্ধশালী নাগরিক এবং তাদের দ্বারা গড়ে উঠেবে আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ। সভ্যতা উন্নতির সাথে শিক্ষাব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকতা পেশা এবং শিক্ষাক্রম কে যথাযথ মানসম্পন্ন করে এগিয়ে নিয়ে যাওয়া রাডার সাইন্স একাডেমি এ্যান্ড স্কুল -এর অনন্য বৈশিষ্ঠ্যচার দেয়ালের মধ্যে বন্ধ থেকে শুধুমাত্র পাঠ্য বইয়ের শিক্ষাকে আয়ত্ব করার নাম শিক্ষা না। নিজের ব্যক্তিগত ভান্ডারকে সঠিক, পবিত্র এবং সাম্প্রতিক ও সমসাময়িক বিষয়ে দক্ষতা অর্জনের নাম শিক্ষা। ব্যক্তিত্ব গঠনের জন্য শিক্ষা যেমন প্রয়োজন তেমন নিয়মতান্ত্রিক জীবন-যাপন সুস্থ মনমানসিকতার মানুষ গড়ে তোলার ক্ষেত্রে মূল পথেয়। যা রাডার সাইন্স একাডেমি এ্যান্ড স্কুল অনুশাসনের ন্যায় পালিত হয়।