অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় তথ্য

শিক্ষার্থীদের আমরা মূলত বছরের শুরুতে ভর্তি নিয়ে থাকি। গতানূগতিক যে গুনাবলির ভিত্তিতে একটি আদর্শ বিদ্যালয়ের ন্যয় আমাদের এখানে ভর্তি তে অংশগ্রহন করতে হয়। কোন শিক্ষার্থী আমাদের নিকট সবল বা দুর্বল নয়। আপনাদের দৃষ্টিতে যারা দুর্বল তাদের পরিচর্যার জন্য আমাদের রয়েছে একটু ভিন্নমাত্রার আন্তর্জাতিক মানসম্পন্ন কেয়ার এর ব্যবস্থা। চোখ বুলিয়ে নিতে পারেন আমাদের প্রথমিক থেকে মাধ্যমিক-এ ভর্তির নূন্যতম বয়স এবং দরকারী নির্দেশনার দিকে।
১. নার্সারি – ৪.৫ বছর থেকে ৫ বছর

২. কেজি – ৫ বছর থেকে ৬ বছর

৩. প্রথম শ্রেণি – ৬ বছর থেকে ৭ বছর

৪. দ্বিতীয় শ্রেণি – ৭ বছর থেকে ৮ বছর

৫. তৃতীয় শ্রেণি – ৮ বছর থেকে ৯ বছর

৬. চতুর্থ শ্রেণি – ৯ বছর থেকে ১০ বছর

৭. পঞ্চম শ্রেণি – ১০ বছর থেকে ১১ বছর

৮. ষষ্ঠ শ্রেণি – ১১ বছর থেকে ১২ বছর

৯. সপ্তম শ্রেণি – ১২ বছর থেকে ১৩ বছর

১০. অষ্টম শ্রেণি – ১৩ বছর থেকে ১৪ বছর

১১. নবম শ্রেণি – ১৪ বছর থেকে ১৫ বছর

১২. দশম শ্রেণি – ১৫ বছর থেকে ১৬ বছর

১৩. একাদশ শ্রেণি – ১৬ বছর থেকে ১৭ বছর

১৪. দ্বাদশ শ্রেণি – ১৭ বছর থেকে ১৮ বছর

ক্লাস ওয়ান থেকে এবং উচ্চ; শিক্ষিকা ও শিক্ষকদের ব্যস্থাপনায় ছেলে ও মেয়েদের ক্লাস আলাদা করা হয়।

অন্যান্য বিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা কেজি থেকে উচ্চ স্তরের ক্লাসে ভর্তি হতে; ভর্তি নিশ্চিত করার জন্য একটি মৌখিক / লিখিত পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

শিক্ষাবর্ষ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। একটি নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি নভেম্বর মাস থেকে শুরু হয় এবং মার্চের মধ্যে শেষ হবে। একটি নতুন শিক্ষাবর্ষের জন্য পুনরায় ভর্তি চূড়ান্ত পরীক্ষার ঠিক পরেই শুরু হচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শেষ হবে। এই সময়ের পরে কোনও পুরনো শিক্ষার্থীকে মার্চ মাসের মধ্যে নতুন করে ভর্তি নিতে হবে। অধ্যক্ষের কাছ থেকে বিশেষ লিখিত অনুমোদন ব্যতীত মার্চের পরে এবং নভেম্বরের আগে কোনও নতুন ভর্তি / পুনরায় ভর্তি নেওয়া হবে না; ভাইস প্রিন্সিপাল থেকে তার অনুপস্থিতিতে।

নথির প্রয়োজনীয়তা: ভর্তি ফর্মে তালিকাভুক্ত নথিগুলি ভর্তির সময় মাতা-পিতা (গুলি) / অভিভাবক দ্বারা সরবরাহ করতে হবে।

আর্থিকভাবে অক্ষম পরিবারগুলির জন্য পুনরায় / ভর্তি ফি এবং মাসিক টিউশন ফিতে যে কোনও ছাড় (নির্ধারিত কোটা অনুযায়ী) ম্যানেজমেন্টের কাছ থেকে লিখিত অনুমোদনের সাথে দেওয়া হবে।

ভর্তির পূর্বে যা জানা প্রয়োজন

১. কোন অবস্থায় মাথার চুল বড় রাখা যাবে না। রাখলে স্কুল কেটে দেওয়া হবে ৷

২. হাতের নখ বড় রাখা যাবে না।

৩. মেয়েদের ভারি প্রসাধনী বা গহনা ব্যবহার করা যাবে না।

৪. মোবাইল, স্মার্ট ঘড়ি স্কুলে আনা যাবে না।

৫. শিক্ষার্থী পরিবহন ব্যবস্থা নাই। নিজ দায়িত্বেই বিদ্যালয়ে আসতে হবে ।

৬. নিয়মিত বিদ্যালয় কতৃক নির্দারিত ড্রেস কোড-এ বিদ্যালয়ে আসতে হবে।

৭. বিদ্যালয় কতৃপক্ষের সিদ্ধান্ত মতে বিশেষ ক্লাস বা কোচিং হলে অবশ্যই তা করতে হবে।

৮. আন্তঃস্কুল যে কোন প্রতিযোগিতায় অংশগ্রহন করতে হবে।

৯. দরখাস্ত ব্যতীত বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে অবশ্যই ২০/- ফি দিতে হবে।

১০. অভিভাবক ব্যতিত বিদ্যালয়ে কারো সাথে সাক্ষাৎ দেওয়া হয় না।

১১. প্রতি মাসিক মিটিং এ অবশ্যই অভিভাবক উপস্থিত থাকতে হবে।

১২. প্রতি মাসের বেতন ৫-১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।

১৩. অনিয়মিত বিদ্যালয় আসার জন্য বিনা নোটিশে ভর্তি বাতিল করা হবে।

১৪. ধূমপানে আসক্তি প্রমানিত হলে বিদ্যালয় থেকে ভর্তি বাতিল হবে।

১৫. বিদ্যালয়ের যে কোন তথ্য বিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই নিতে হবে। নোটিশ, পরীক্ষার ফলাফল ইত্যাদি।

১৬. উক্ত নিয়ম যথাযথ ভাবে না মানতে বা না মানাতে পারলে অত্র প্রতিষ্ঠানে আপনার সন্তান বা শিক্ষার্থীকে ভর্তি নেওয়া সম্ভব না।

২০২৩ সালের ভর্তি ফি ও বেতন তথ্য​

অনাবাসিক

ক্র.নং

শ্রেণি

বয়স (বছর)

ফরম ফি

সেশন ফি

ল্যাব ফি

ভবন ফি

আইসিটি ফি

বিবিধ ফি

মোট ভর্তি ফি

মাসিক বেতন

১০১

প্লে

২৫০/-

৬০০/-

------

৪০০/-

২০০/-

৬০০/-

২,০৫০/-

৬০০/-

১০২

র্নাসারি

২৫০/-

৬০০/-

------

৪০০/-

২০০/-

৬০০/-

২,০৫০/-

৬০০/-

১০৩

প্রথম

২৫০/-

৬০০/-

------

৪০০/-

২০০/-

৬০০/-

২,০৫০/-

৬০০/-

১০৪

দ্বিতীয়

২৫০/-

৭০০/-

------

৫০০/-

৩০০/-

৬৫০/-

২,৪০০/-

৬৫০/-

১০৫

তৃতীয়

২৫০/-

৭০০/-

------

৫০০/-

৩০০/-

৬৫০/-

২,৪০০/-

৬৫০/-

১০৬

চর্তুথ

২৫০/-

৭০০/-

------

৫০০/-

৩০০/-

৬৫০/-

২,৪০০/-

৬৫০/-

১০৭

পঞ্চম

১০

২৫০/-

৭০০/-

------

৫০০/-

৩০০/-

৬৫০/-

২,৪০০/-

৭০০/-

১০৮

ষষ্ঠ

১১

৩০০/-

৮০০/-

------

৬০০/-

৪০০/-

৭৫০/-

২,৮৫০/-

৭০০/-

১০৯

সপ্তম

১২

৩০০/-

৮০০/-

------

৬০০/-

৪০০/-

৭৫০/-

২,৮৫০/-

৭০০/-

১১০

অষ্টম

১৩

৩০০/-

১,০০০/-

------

৮০০/-

৫০০/-

৯৫০/-

৩,৫৫০/-

৮০০/-

১১১

নবম

১৪

৪০০/-

২,০০০/-

১,২০০/-

৮০০/-

১,২০০/-

৮০০/-

৬,৪০০/-

১,৩০০/-

১১২

দশম

১৫

-------

২,০০০/-

১,২০০/-

৬০০/-

১,০০০/-

৮০০/-

৫,৬০০/-

১,৪০০/-

আবাসিক - হোস্টেলে থাকা, খাওয়া, স্কুল, কোচিং, প্রাইভেট

ক্র.নং

শ্রেণি

বয়স (বছর)

ফরম ফি

সেশন ফি

ল্যাব ফি

ভবন ফি

আইসিটি ফি

বিবিধ ফি

মোট ভর্তি ফি

মাসিক বেতন

২০১

পঞ্চম

১০

৪৫০/-

৭০০/-

------

৩,০০০/-

২০০/-

৫০০/-

৪,৮৫০/-

৫,০০০/-

২০২

ষষ্ঠ

১১

৪৫০/-

৭০০/-

------

৩,০০০/-

২০০/-

৫০০/-

৪,৮৫০/-

৫,০০০/-

২০৩

সপ্তম

১২

৪৫০/-

৮০০/-

------

৩,০০০/-

২০০/-

৫০০/-

৪,৯৫০/-

৫,৫০০/-

২০৪

অষ্টম

১৩

৫০০/-

৮০০/-

------

৩,০০০/-

২০০/-

১,০০০/-

৫,৫০০/-

৬,০০০/-

২০৫

নবম

১৪

৫০০/-

২,০০০/-

১,২০০/-

৮০০/-

১,২০০/-

৮০০/-

৬,৪০০/-

৬,০০০/-

২০৬

দশম

১৫

------

২,০০০/-

১,২০০/-

৬০০/-

১,০০০/-

৮০০/-

৫,৬০০/-

৬,০০০/-

ডে-কেয়ার - সকাল ৮ঃ০০ - সন্ধ্যা ৭ঃ০০ পর্যন্ত
৩য়-৫ম স্পেশাল ডে-কেয়ার প্যাকেজ ভর্তি ফি – ২৮৫০/- এবং মাসিক বেতন – ৩০০০/- ( দুপুরের খাবার আছে) ৬ষ্ঠ-১০ম স্পেশাল ডে-কেয়ার প্যাকেজ ভর্তি ফি – ৩৮৫০/- এবং মাসিক বেতন – ৩৮০০/- ( দুপুরের খাবার আছে)