
কেন আমরাই সেরা?
রাডার সাইন্স একাডেমি এ্যান্ড স্কুল শুরু থেকেই ক্যাডেট কারিকুলামে আবাসিক স্কুল হিসেবে পরিচালিত হয়ে আসছে। বিশ্ব দরবারের শিক্ষা সেবার মানের সাথে তাল মিলিয়ে তিনটি আন্তর্জাতিক পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় যেমনঃ কসমো সিস্টেম, ক্যাডেট সিস্টেম ও ক্লাস সিস্টেম। গতানুগতিক ধারার বাহিরে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে। আমরা শিক্ষার্থীদের পপ টেস্টের মাধ্যমে প্রতি সপ্তাহে মূল্যায়ন করি।আমরা বিশ্বাস করি শুধু পাঠ্য জ্ঞান দিয়ে পড়ুয়া হওয়া যায় কিন্তু মেধাবী হতে হলে ক্লাসের পাঠ্য জ্ঞানের বাহিরে খেলাধূলা, পরিবেশ পর্যবেক্ষণ , ভ্রমণ সহ বিভিন্ন রকমের প্রতিযোগিতা করে নিজেকে জাহির করতে হয়। যা আমরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের জন্য করে থাকি। আইসিটি শিক্ষা বর্তমান শিক্ষার্থীদের মৌলিক অধিকার যা আমরা দিয়ে থাকি। তাই আমরা বিশ্বাস করি বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মাঝে আমরা সেরা।
রাডার মানে ব্যতিক্রম, রাডার মানেই সেরা।